আপনি আপনার পরিবারের ছবি Arla Dano ফেসবুক পেইজে ইনবক্স করে অথবা Dano Kitchen গ্রুপে পোস্ট করে পাঠাতে পারেন। ছবি পোস্ট করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে উক্ত ছবি আপনার নিজস্ব এবং এর ব্যবহারের জন্য আপনার পূর্ণ অনুমতি রয়েছে।

 

  • ** ছবিটি অবশ্যই পারিবারিক সদস্যদের (যেমন: মা-বাবা এবং সন্তান) সাথে হতে হবে এবং ছবিতে এমন কিছু থাকা যাবে না, যা আইনের সমস্যায় ফেলতে পারে বা ব্যক্তিগতভাবে কাউকে কষ্ট দিতে পারে। এমন ছবি দিতে হবে, যা সহজে প্রকাশ করা যায় এবং কারো অপমান বা ক্ষতি করে না।
  • প্রতিযোগিতার অংশ হিসেবে, আপনাকে অবশ্যই আপনার ব্যক্তিগত প্রোফাইলে #MyFamilyMyDano হ্যাশট্যাগ ব্যবহার করে ছবিটি পোস্ট করতে হবে। এই পোস্টটি পাবলিক মোডে থাকবে যেন যাচাই প্রক্রিয়া সহজ হয়। অংশগ্রহণের মাধ্যমে আপনি সম্মতি প্রদান করছেন যে, আপনার এই পোস্টটি প্রচারণামূলক মূল্যায়নের জন্য ব্যবহার করা যেতে পারে।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অবশ্যই 'ডানো কিচেন' ফেইসবুক গ্রুপে যুক্ত হতে হবে এবং আপনার ফেইসবুক বন্ধুদের মধ্যে অন্তত ৫০ জনকে গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে অনুরোধ করা হচ্ছে। আপনি এই আমন্ত্রণ পাঠিয়েছেন এমন প্রমাণ হিসেবে একটি স্ক্রিনশট নিজের কাছে সংরক্ষণ করুন, যা পরবর্তীতে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড যাচাইয়ের জন্য চাইতে পারে।
  • আপনার জমাকৃত ছবিতে ডানো’র “ডিডিপি ইউজিসি ক্যাম্পেইন” নামক নতুন প্যাকটি (যার গায়ে “My Family My Dano” হ্যাশট্যাগ উল্লেখ আছে) স্পষ্টভাবে দৃশ্যমান রাখা বাঞ্ছনীয়, যাতে ছবিটি প্রচারণামূলক কাজে ব্যবহারযোগ্য হয়।
  • বিজয়ী হিসেবে নির্বাচিত হলে, নির্ধারিত ফটোশ্যুট এবং পুরস্কার গ্রহণ কার্যক্রমে পরিবারসহ ঢাকা আগমন বাধ্যতামূলক। সময়সূচি ও প্রাসঙ্গিক তথ্য পূর্বে জানিয়ে দেওয়া হবে, এবং এতে অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী এই শর্তসমূহে সম্মতি প্রদান করছেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে ব্যর্থ হলে বা নির্ধারিত তারিখে পরিবারসহ উপস্থিত হতে অক্ষম হলে, বিজয়ী অযোগ্য বিবেচিত হবেন এবং এর ফলে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড-এর কোনো দায় থাকবে না। যাতায়াত, আবাসন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বিজয়ী ও তার পরিবারের নিজ দায়িত্বে বহন করতে হবে।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী ব্যক্তি সম্মত হচ্ছেন যে, তার এবং তার পরিবারের ছবিগুলো আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড বিজ্ঞাপন, প্রচার কার্যক্রম এবং ডানো পণ্যের যেকোনো প্যাকে ব্যবহারের পূর্ণ অধিকার লাভ করবে-এটি করতে তাদের আলাদা অনুমতি নেয়া হবে না এবং এর জন্য কোনো টাকা-পয়সাও দেওয়া হবে না। । এই সম্মতি সম্পূর্ণভাবে বিজয়ীর নিজ ইচ্ছায়, সচেতনভাবে এবং পূর্ণ জ্ঞানে প্রদান করা হয়েছে। এই ব্যবহারের জন্য ভবিষ্যতে কোনো পৃথক সম্মতি, আর্থিক বিনিময় বা অন্যান্য দাবি গ্রহণযোগ্য হবে না।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে, বিজয়ী ব্যক্তি ঘোষণা করছেন যে—প্রেরিত ছবিতে যদি তার পরিবারের কোনো অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) সদস্য থাকে, তবে তিনি তার বৈধ অভিভাবক হিসেবে সেই অপ্রাপ্তবয়স্ক সদস্যের ছবি ব্যবহারের জন্য আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড-কে স্থায়ী, অপ্রতিবন্ধিত, বিনামূল্যে এবং পূর্বানুমতিবিহীনভাবে বিজ্ঞাপন, প্রচার কার্যক্রম এবং ডানো পণ্যের যেকোনো প্যাকে ব্যবহারের পূর্ণ সম্মতি প্রদান করছেন। একইসঙ্গে, ছবিতে থাকা অন্যান্য প্রাপ্তবয়স্ক পারিবারিক সদস্যদের সম্মতি নেওয়ার সম্পূর্ণ দায়-দায়িত্ব বিজয়ীর, এবং তিনি এই মর্মে নিশ্চিত করছেন যে—ছবিতে থাকা সকল ব্যক্তির সম্মতি তার কাছে রয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড-এর কোনো দায় থাকবে না।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে, বিজয়ী ব্যক্তি সম্মতি প্রদান করছেন যে তার এবং তার পরিবারের (যারা ছবিতে আছেন) ছবি ও অন্যান্য উপাত্ত আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড-এর নিজস্ব মিডিয়া চ্যানেলের পাশাপাশি অনুমোদিত তৃতীয় পক্ষের (third-party platforms)—যেমন ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্রচার প্ল্যাটফর্মেও বিজ্ঞাপন ও প্রচারের উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। এই ব্যবহারের জন্য বিজয়ী কোনো অতিরিক্ত সম্মতি বা আর্থিক বিনিময় দাবি করতে পারবেন না।
  • আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড এই প্রতিযোগিতার সময়, নিয়মাবলি, শর্তাবলী পরিবর্তন, পরিমার্জন বা বাতিল করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। এ ছাড়া, কোনো সন্দেহজনক বা প্রতিযোগিতার শর্তাবলি লঙ্ঘনকারী অংশগ্রহণকারীকে ব্যাখ্যা ছাড়াই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার অধিকারও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের থাকবে।
  • বিজয়ীদের নির্বাচন প্রক্রিয়া প্রোফাইলে পোস্টকৃত ছবিতে প্রাপ্ত লাইক/কমেন্ট এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে করা হবে। বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং এটি কোন প্রকার আপত্তির শর্ত মুক্ত হবে।
  • প্রদর্শনীর জন্য নির্বাচিত কন্টেন্ট অন্য কোনো প্রতিযোগিতায় বা তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা যাবে না। যদি নির্বাচিত কন্টেন্ট অন্য কোথাও ব্যবহৃত হয়, তবে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড প্রতিযোগিতায় ওই অংশগ্রহণকারীকে অযোগ্য ঘোষণা করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে, এবং এমন কন্টেন্ট পরবর্তী মূল্যায়নে বিবেচিত হবে না।
  • প্রতিযোগিতায় সাবমিট হওয়া – ছবি প্রচারণামূলক কাজে (যেমনঃ প্যাক, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায়) বিনাশর্তে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড অনির্ধারিত সময়ের জন্য ব্যবহার করতে পারে।
  • প্রতিযোগী বা অংশগ্রহণকারী যখন তাদের ছবি নিজস্ব সামাজিক মাধ্যম বা অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করবেন, তখন সেই ছবি সংক্রান্ত কোনো দায়-দায়িত্বের জন্য আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড কোনোভাবে দায়ী থাকবে না। যেহেতু ছবি পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশিত হবে, পরবর্তীতে কোনো তৃতীয় পক্ষ বা অন্য কোনো সংস্থা যদি ওই ছবি ব্যবহার করে, সেক্ষেত্রে এর জন্য আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড দায়বদ্ধ থাকবে না। আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড শুধুমাত্র তার অনুমোদিত এজেন্সি বা সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে ছবিগুলি শেয়ার করবে এবং কোনো তৃতীয় পক্ষকে ছবি সরবরাহ করা হবে না।
  • প্রতিযোগীরা একাধিক সাবমিশন করতে পারবেন, তবে একজন প্রতিযোগী শুধুমাত্র একবারই পুরস্কারের জন্য যোগ্য হবেন। তেমনি, একই পরিবার থেকে একাধিক সদস্যের সাবমিশন গ্রহণযোগ্য হবে, কিন্তু শুধুমাত্র এক পরিবারের একজন সদস্যই বিজয়ী হতে পারবেন এবং অন্য কোনো সদস্য বিজয়ী হতে পারবেন না। যদি কোনো পরিবারের একাধিক সদস্য পুরস্কারের জন্য নির্বাচিত হন, তবে প্রথম নির্বাচিত সদস্যকেই বিজয়ী হিসেবে গণ্য করা হবে এবং অন্যান্য সদস্যদের সাবমিশন অগ্রাহ্য করা হবে।
  • প্রতিযোগীরা কোনভাবেই আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের মুখপাত্র বা প্রতিনিধিরূপে গণ্য হবেন না। প্রতিযোগীদের কোনো মন্তব্য বা কার্যক্রমের জন্য আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড দায়ী থাকবে না। যদি প্রতিযোগী কোনো কার্য বা মন্তব্য করে যা আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের স্বার্থের পরিপন্থী হয়, তবে তা প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বাদ পড়ার কারণ হতে পারে এবং সেই ক্ষেত্রে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবে। তদুপরি, বিজয়ীর ছবি শুধুমাত্র প্রতিযোগিতা সম্পর্কিত কার্যক্রমে ব্যবহৃত হবে এবং এর মাধ্যমে বিজয়ীকে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের মুখপাত্র হিসেবে অভিহিত করা হবে না।
  • বিজয়ীদের নির্বাচিত ছবি শুধুমাত্র আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের প্যাকেজিং বা প্রমোশনাল কার্যক্রমে ব্যবহার করা হবে এবং আরলার বাইরে কোনো অন্য উদ্দেশ্যে এই ছবি ব্যবহৃত হবে না। বিজয়ীরা এই ব্যবহারের বিষয়ে পূর্ণ সম্মতি প্রদান করছেন। তাদের ছবি ব্যবহার করার সময়কাল, পদ্ধতি এবং শর্তাবলী সম্পূর্ণরূপে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের একক বিবেচনার ভিত্তিতে নির্ধারিত হবে।
  • আরলা ফুডস বাংলাদেশ পুরষ্কার পরিবর্তন করার অধিকার রাখে, এবং পুরষ্কার বিষয়ে কোনো ধরণের সমঝোতা করা হবে না। এই প্রতিযোগিতার পুরস্কার নির্ধারিত; কোনো নগদ অর্থ বা অন্য কিছু দিয়ে পুরস্কার বিনিময়ের সুযোগ নেই।
  • বিজয়ীদের সাথে যোগাযোগের ২৪ ঘণ্টার মধ্যে যদি বিজয়ী প্রতিউত্তর [কল রিসিভ/কল ব্যাক] না করেন, তবে তাকে বিজয়ী হিসেবে বাতিল করা হবে এবং পরবর্তী যোগ্য ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করা হবে। এই ক্ষেত্রে, সেই ব্যক্তি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড থেকে কোনো পুরষ্কার দাবী করতে পারবেন না। যদি কোনো বিরোধ সৃষ্টি হয় বা শর্তাবলী নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, তবে সে বিষয়ে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক হবে।
  • ক্যাম্পেইন সংক্রান্ত যে কোনো বিষয় বা সিদ্ধান্তে, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য প্রতিযোগীর বয়স অবশ্যই ১৮ বছর বা তদূর্ধ্ব হতে হবে। ১৮ বছরের কম বয়সী কেউ এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন না।
  • আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের বর্তমান কর্মী, অথবা যেকোনোভাবে কোম্পানির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে ব্যবসায়িকভাবে জড়িত ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন না।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার মাধ্যমে প্রতিযোগীরা প্রতিযোগিতা সম্পর্কিত উপরে বর্ণিত সকল শর্তাবলী এবং পরবর্তীতে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড কর্তৃক নির্ধারিত বা জানানো যেকোনো অতিরিক্ত বা সংশোধিত শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন। আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড এই সম্মতির রেকর্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবে।

 

বিজয়ী নির্ধারণ পদ্ধতি

প্রাপ্ত অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ (দশ) জনকে আকর্ষণীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হবে, যা আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত মানদণ্ড অনুসারে নির্বাচিত হবে।

বিজয়ী নির্বাচন প্রক্রিয়াঃ

প্রাথমিক মূল্যায়নঃ

  • প্রতিযোগীদের প্রোফাইলে পোস্টকৃত ছবির লাইক, কমেন্ট আর বিজ্ঞ বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।
  • স্কোর ডিস্ট্রিবিউশনঃ প্রোফাইলে পোস্টকৃত ছবির লাইক ও কমেন্ট [৪০%] বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে "পরিবারসহ সুন্দর ছবি" ও "সৃজনশীল ও প্রাসঙ্গিক ক্যাপশন": [৬০%]
  • প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ স্কোরপ্রাপ্ত ২০ (বিশ) টি ছবি পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে।
  • এই প্রতিযোগিতার মূল্যায়নের জন্য আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড একটি বিচারক প্যানেল মনোনয়ন করবে। এই প্যানেলের সিদ্ধান্ত প্রতিযোগিতার সকল ধাপে চূড়ান্ত এবং অপরিবর্তনীয় হিসেবে গণ্য হবে।

চূড়ান্ত মূল্যায়নঃ

  • প্রাথমিকভাবে নির্বাচিত সর্বোচ্চ ২০ টি ছবির মধ্যে থেকে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত বিচারক প্যানেল চূড়ান্তভাবে ১০ জন বিজয়ী নির্বাচন করবে।
  • বিচারকদের এই সিদ্ধান্তই চূড়ান্ত ও পরিবর্তনযোগ্য নয় বলে গণ্য হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রথম ৩ (তিন) জন বিজয়ী আকর্ষণীয় উপহার এবং পরবর্তী ৭ (সাত) জন বিজয়ী গিফট হ্যাম্পার পাবেন।